Sonamani-abdominal pain

সারাদিনে দৌড়াদৌড়ি আর দুষ্টুমিতে মেতে থাকা সোনামনির একমাত্র কাজ। ঠিকমতো খাবার খাওয়াতে চরম অনীহা, কিন্তু আজেবাজে খাবার খেয়ে পেটকে বানিয়ে ফেলে কৃমির ভাণ্ডার। যখন তখন পেট ব্যথা, বমি ভাব হওয়াসহ নানা ধরনের পেটের অসুখে অতিষ্ঠ থাকা তার জন্য প্রতিদিনের ব্যাপারে পরিণত হয়ে গেছে।

সোনামনির পেটে ব্যথায় কষ্টমাখা মুখটা দেখতে বাবা-মায়ের মোটেও ভালো লাগে না। আপনার বাচ্চা যদি কথা বলতে পারে তবে সে তার ব্যথার কথা প্রকাশ করতে পারবে। পুরো পেট বা পেটের অর্ধেকের বেশি অংশ জুড়ে ব্যথা থাকলে বুঝতে হবে স্টমাক ভাইরাস, বদহজম, গ্যাস বা পায়খানার সমস্যা
যদি পেট মোচড় দেয় তবে তা গ্যাস এর জন্য হতে পারে।পেট যদি কামড়ায় এবং হঠাৎ ব্যথা শুরু হয় এবং হঠাৎ ভালো হয়ে যায়। তারপর আবার শুরু হয়। এটাকে বলা হয় ‘ওয়েবি পেইন’। এই ব্যথা প্রায়শই মারাত্মক হয়ে থাকে। আপনার বাচ্চা যদি অর্ধেক পেটের একটি নির্দিষ্ট জায়গায় ব্যথা চিহ্নিত করে তবে তা এপেন্ডিসাইটিস অথবা পিত্তথলীয় সমস্যা
পেটের আলসারজনিত সমস্যাও হতে পারে। বাচ্চা কথা বলতে না পারলে তার পেটে ব্যথা আছে কিনা তা বোঝা কষ্টকর। এক্ষেত্রে বাবা-মায়ের দায়িত্ব থাকবে ভালোভাবে পর্যবেক্ষণ করার।
বাচ্চা যদি কান্নাকাটি করতে থাকে। পা উপরে তুলে পেটের দিকে নিয়ে আসে। অথবা বাচ্চার খাবারের পরিমাণ কমে গেলে বুঝতে হবে সে কোনো সমস্যায় আছে। এসময় ব্যথা কমানোর জন্য জরুরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
চর্বিযুক্ত খাবার তাৎক্ষণিকভাবে বন্ধ রাখবেন। টমেটো, লেবুজাতীয় খাবার দেবেন না। চকোলেট ও অন্যান্য দুগ্ধজাতীয় খাবারও বন্ধ রাখতে হবে। অল্প পরিমাণ খাবার বার বার খাওয়াতে হবে। প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়ালে উপকারে আসবে।